ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

শিক্ষার্থীদের বৃত্তি দিচ্ছে ট্রাস্ট এডুকেশন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৯ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৮
শিক্ষার্থীদের বৃত্তি দিচ্ছে ট্রাস্ট এডুকেশন বৃত্তি পরীক্ষা দিচ্ছে শিক্ষার্থীরা-ছবি-বাংলানিউজ

ময়মনসিংহ: এবারো ময়মনসিংহের ৩০৩ মেধাবী শিক্ষার্থীকে ৩ লাখ টাকার শিক্ষাবৃত্তি দিচ্ছে স্থানীয় ট্রাস্ট এডুকেশন পয়েন্ট ও পিইডি ফাউন্ডেশন। 

গত বছরও ২৯৯ শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করে এই দুটি প্রতিষ্ঠান।  

এরই ধারাবাহিকতায় শনিবার (১৫ ডিসেম্বর) সকাল ১০টার দিকে নগরীর নতুন বাজারস্থ ময়মনসিংহ কমার্স কলেজে এই দুটি প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে বিভিন্ন স্কুলের দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির মোট ৩০৩ জন পরীক্ষার্থী এই বৃত্তি পরীক্ষায় অংশ নেয়।

পিইডি ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. সাইদুল ইসলাম জানান, ট্যালেন্টপুলে ২ হাজার টাকা ও সাধারণ বৃত্তির জন্য প্রতি শিক্ষার্থীকে ১ হাজার টাকা প্রদান করা হবে।

তিনি জানান, শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ বৃত্তি প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে।  

এ পরীক্ষায় দ্বিতীয় শ্রেণিতে ৪৫ জন, তৃতীয় শ্রেণিতে ৮০ জন, চতুর্থ শ্রেণিতে ১০৮ জন ও পঞ্চম শ্রেণিতে ৭০ জন পরীক্ষার্থী অংশ নেয়।

ফলাফল প্রকাশ হবে আগামী ৫ জানুয়ারি।  

বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৮
এমএএএম/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।