ঢাকা, সোমবার, ২৯ বৈশাখ ১৪৩২, ১২ মে ২০২৫, ১৪ জিলকদ ১৪৪৬

শিক্ষা

জাবিতে ৩ দিনব্যাপী বিজয়মেলা শুরু

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১৬, ডিসেম্বর ১৫, ২০১৮
জাবিতে ৩ দিনব্যাপী বিজয়মেলা শুরু মেলার উদ্বোধন করেছেন জাবির উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম। ছবি: বাংলানিউজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্রের উদ্যোগে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘বিজয়মেলা ২০১৮’।

শনিবার (১৫ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া চত্বরে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম প্রধান অতিথি হিসেবে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, বিজয়ের মাসে এ মেলা আমাদের আনন্দকে আরো দ্বিগুণ বাড়িয়ে দেবে।

একইসঙ্গে দেশের জন্য যারা জীবন দিয়েছে তাদের শ্রদ্ধাভরে স্মরণ করা হবে। আমাদের বিজয় দীর্ঘজীবী হোক। এ সময় তিনি আয়োজক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট কথা সাহিত্যিক আখতার হোসেন, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ শেখ মো. মনজুরুল হক, ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক অধ্যাপক বশির আহমেদ, প্রভোস্ট কমিটির সভাপতি অধ্যাপক সোহেল আহমেদ, প্রক্টর সিকদার মো. জুলকারনাইন প্রমুখ।

এদিকে বিজয় দিবস উপলক্ষে ‘রক্তস্নাত’ স্লোগানে বীরপ্রতীক তারামন বিবির স্মরণে আলোকচিত্র প্রদশর্নী করা হয়।

বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৮
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।