ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

জাবিতে বর্ষসেরা সাংবাদিকতায় পুরস্কৃত বাংলানিউজের হিমেল

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৭ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৮
জাবিতে বর্ষসেরা সাংবাদিকতায় পুরস্কৃত বাংলানিউজের হিমেল

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: তিনজন সেরা রিপোর্টারকে বর্ষসেরা সাংবাদিকতা পুরস্কার দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (জাবিসাস)। প্রথম পুরস্কার পেয়েছেন অনলাইন নিউজপোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কমের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় করেসপন্ডেন্ট নুর আলম হিমেল।

শনিবার  (৮ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ শেখ মো. মনজুরুল হক বর্ষসেরা এ তিন সাংবাদিকের হাতে পুরস্কার হিসেবে ক্রেস্ট, সনদপত্র ও প্রাইজমানি তুলে দেন।

অবহেলায় নষ্ট হচ্ছে জাবির ৬ বাসের কোটি টাকার যন্ত্রাংশ’ শিরোনামে গত বছরের ৫ ডিসেম্বর প্রকাশিত প্রতিবেদনের জন্য প্রথম পুরস্কার পেয়েছেন হিমেল।

এছাড়া দ্বিতীয় পুরস্কার পেয়েছেন ডেইলি স্টারের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. আসাদুজ্জামান এবং তৃতীয় পুরস্কার পেয়েছেন দৈনিক মানবকণ্ঠের মো. সাইফ উদ্দিন।

পুরস্কার প্রদান অনুষ্ঠানে জাবিসাসের উপদেষ্টা অধ্যাপক বশির আহমেদ, প্রক্টর শিকদার মো. জুলকারনাইন, রেজিস্ট্রার রহিমা কানিজসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, বিশ্ববিদ্যালয় শাখা বিভিন্ন সাংস্কৃতিক ও ছাত্র সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কর্মরত বাংলাদেশের বিভিন্ন সংবাদমাধ্যমের কর্মীদের জমাকৃত প্রতিবেদনগুলো বাংলাদেশের তিনজন প্রথিতযশা সাংবাদিক-শিক্ষক যাচাই-বাছাই করেন।

এর আগে নুর আলম হিমেল পাখি ও জীববৈচিত্র রক্ষায় প্রতিবেদন প্রকাশের মাধ্যমে গুরুত্বপূর্ণ অবদান রাখায় কনজারভেশন মিডিয়া অ্যাওয়ার্ড-২০১৮ সম্মাননা পান।  

২০১৬ সালে সাংবাদিক সমিতি কর্তৃক আয়োজিত বর্ষসেরা সাংবাদিকতা পুরস্কারের তৃতীয়টি লাভ করেন হিমেল। তিনি বর্তমানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক সমিতির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।

বাংলাদেশ সময়: ২০০৯ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৮
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad