ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

শিক্ষা

ইবির কোটায় ভর্তিচ্ছুদের সাক্ষাৎকার শনিবার

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৩ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৮
ইবির কোটায় ভর্তিচ্ছুদের সাক্ষাৎকার শনিবার ইসলামী বিশ্ববিদ্যালয়

ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তিতে বিশেষ কোটায় (উপজাতি/ক্ষুদ্র জাতিসত্তা/নৃ-গোষ্ঠী সম্প্রদায়, শারীরিক প্রতিবন্ধী, হরিজন-দলিত জনগোষ্ঠী) আবেদনকারী শিক্ষার্থীদের সাক্ষাৎকার সময়সূচি প্রকাশ করা হয়েছে।

শনিবার (৮ ডিসেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ১১৯ নম্বর কক্ষে এ সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) বিশেষ কোটা নির্বাচন উপ-কমিটির আহবায়ক অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

সাক্ষাৎকারের সময় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সংশ্লিষ্ট বিশেষ কোটার প্রমাণপত্রসহ এসএসসি ও এইচএসসি অথবা সমমান পরীক্ষার মূল সনদপত্র এবং ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সঙ্গে আনতে বলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।