ঢাকা, সোমবার, ১ আশ্বিন ১৪৩১, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১২ রবিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

স্কুল-কলেজ অনুমোদনের আবেদন বছরে ৩ বার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫১ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৮
স্কুল-কলেজ অনুমোদনের আবেদন বছরে ৩ বার শিক্ষা মন্ত্রণালয়ের লোগো

ঢাকা: বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে (স্কুল-স্কুল অ্যান্ড কলেজ) নিম্ন মাধ্যমিক/মাধ্যমিক/উচ্চ মাধ্যমিক পর্যায়ে পাঠদান, একাডেমিক স্বীকৃতি, শ্রেণি শাখা, বিষয় ও বিভাগ খোলার অনুমতির জন্য আবেদনের সময়সীমা নির্ধারণ করে দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।

আগ্রহী শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের ছক অনুযায়ী প্রতি জানুয়ারি, মে ও সেপ্টেম্বর মাসে আবেদনপত্র পাঠাতে হবে।
 
মঙ্গলবার (৪ ডিসেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অফিস আদেশে বলা হয়েছে, ই-মেইলে ([email protected]) ছক মোতাবেক আবেদন পাঠাতে হবে।

আবেদনের ছক শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।  
 
নির্ধারিত সময়ের পরে প্রাপ্ত ও অসম্পূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে। আবেদনপত্রের কোনো হার্ডকপি গ্রহণ করা হবে না।
 
প্রথম পর্যায়ে ১-৩১ জানুয়ারি, দ্বিতীয় পর্যায়ে ১-৩১ মে এবং তৃতীয় পর্যায়ে ১-৩০ সেপ্টেম্বর অনলাইনে আবেদন গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৮
এমআইএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।