ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

শিক্ষা

ববির ভর্তি পরীক্ষায় মেয়রের পরিবহন সেবা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৯ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৮
ববির ভর্তি পরীক্ষায় মেয়রের পরিবহন সেবা মেয়রের দেওয়া ফ্রি বাসে উঠছেন পরীক্ষার্থীরা। ছবি: বাংলানিউজ

বরিশাল: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে অনার্স (সম্মান) প্রথম বর্ষ ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণের জন্য ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের দুর্ভোগ কমাতে ফ্রি বাস সার্ভিস চালু করেছেন বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। 

নগরের বিভিন্ন জায়গায় ১০টির অধিক বাস নিয়মিত সার্ভিস দিচ্ছে, যা চলবে শনিবার (২৪ নভেম্বর) ভর্তি পরীক্ষা সম্পন্ন হওয়া পর্যন্ত।  

বাসগুলো বরিশালের নথুল্লাবাদ বাস টার্মিনাল, লঞ্চঘাট, রুপাতলীসহ নগরের বিভিন্ন স্থান ঘুরে পরীক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফ্রি আনা-নেওয়া করেছে।

 

ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণকারী শিক্ষার্থীদের দুর্ভোগ কমাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে বিসিসি সূত্রে জানা গেছে। বাসগুলো সঠিকপথে চলাচলের জন্য প্রতিটি বাসে একজন করে ববির ছাত্রলীগ কর্মী ভলান্টিয়ার হিসেবে দায়িত্বপালন করেছেন।  

এছাড়াও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতারা হেল্প ডেস্কের মাধ্যমে শির্ক্ষার্থীদের আসন খুজে দেওয়াসহ সার্বিক সহযোগিতা করেছেন।

শুক্রবার (২৩ নভেম্বর) সকাল ১০টা থেকে নগরের তিনটি কেন্দ্রে একযোগে ববির ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বরিশাল বিশ্ববিদ্যালয়সহ নগরের সরকারি বরিশাল মডেল স্কুল অ্যান্ড কলেজ ও বেগম তফাজ্জল হোসেন মানিক মিয়া কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত হওয়া এ পরীক্ষা চলে সকাল ১১টা পর্যন্ত।

২০১৮-১৯ শিক্ষাবর্ষের  স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘খ’ ইউনিটে  ভর্তি পরীক্ষায় আবেদন করে মোট পাঁচ হাজার সাত শত ৬৮ জন শিক্ষার্থী।  

এদিন সকাল থেকে পরীক্ষা কেন্দ্রে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পাশাপাশি তাদের অভিভাবকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

এদিকে বিকেল ৩টায় ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা বরিশাল বিশ্ববিদ্যালয়সহ নগরের বরিশাল সরকারি মহিলা কলেজ কেন্দ্রে শুরু হয়। ‘গ’ ইউনিটের চলমান এ পরীক্ষায় চার হাজার ২৭৭ জন শিক্ষার্থী আবেদন করেছিল।  

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদের অধীন ২৪টি বিভাগের এক হাজার ৪৪০টি আসনের বিপরীতে ২৮ হাজার ৪০২ জন শিক্ষার্থী আবেদন করেছিল। ববির প্রতিটি আসনের বিপরীতে ২০ জন শিক্ষার্থী অংশ নেবে।  

বাংলাদেশ সময়: ১৭৩৯ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৮
এমএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।