ঢাকা, মঙ্গলবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

শিক্ষা

ইবি শিক্ষার্থীদের গলায় সনদ ও রাস্তা ঝাড়ু কর্মসূচি

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৫৫, মার্চ ২৫, ২০১৮
ইবি শিক্ষার্থীদের গলায় সনদ ও রাস্তা ঝাড়ু কর্মসূচি ইবি শিক্ষার্থীদের গলায় সনদ ও রাস্তা ঝাড়ু কর্মসূচি

ইবি: কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা গলায় সনদ ঝুলিয়ে ঝাড়ু দেওয়া কর্মসূচি পালন করেছেন।

রোববার (২৫ মার্চ) সকাল ১১টায় সাধারণ ছাত্রছাত্রী অধিকার সংরক্ষণ পরিষদ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

জানা গেছে, পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী সকাল সাড়ে দশটার দিকে বিশ্ববিদ্যালয়ের মত্যুঞ্জয়ী মুজিবের গলায় সনদ ঝুলিয়ে ও হাতে ঝাড়ু নিয়ে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা।

পরে বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের মত্যুঞ্জয়ী মুজিবের পাদদেশ থেকে গলায় সনদপত্র ঝুলিয়ে রাস্তা ঝাড়ু দেওয়া শুরু করেন তারা। পরে ডায়না চত্বর ঝাড়ু দেওয়া শেষে প্রশাসন ভবনের সামনে এসে মিলিত হন তারা।

এসময় তারা ‘বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’, ‘শিক্ষা জাতির মেরুদণ্ড, আর মেধা জাতির মানদণ্ড’, ‘কোটা নাই তাই ঝাড়ু দিয়ে যাই, ‘হয় কোটা ব্যবস্থা সংস্কার কর, নতুবা আমাকে গুলি কর’-সহ বিভিন্ন স্লোগান ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

এসময় তারা বলেন, ‘এক দেশে দুই নীতি চালু থাকায় বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন মিথ্যা হতে বসেছে। সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে শুধুমাত্র কোটা থাকার কারণে বেশিরভাগই কোটাধারীরা নিয়োগ পাচ্ছে।

অপরদিকে, দেশের শত শত মেধাবীরা কোটা বৈষম্যের শিকার হয়ে বেকারত্বে ভোগছে। তাই যতদিন পর্যন্ত কোটা সংস্কার না হচ্ছে, ততদিন পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। ’

বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।