ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

৮ ব্যাংকের সমন্বিত পরীক্ষার দাবি চাকরিপ্রত্যাশীদের

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৭ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৮
৮ ব্যাংকের সমন্বিত পরীক্ষার দাবি চাকরিপ্রত্যাশীদের মানববন্ধনে চাকরিপ্রত্যাশীরা/ছবি: বাংলানিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয়: স্থগিত সোনালী, রূপালী ও জনতাসহ আট ব্যাংকের সমন্বিত পরীক্ষা নেওয়ার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করা হয়েছে।

মঙ্গলবার (৯ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা ও রাজু ভাস্কর্যের পাদদেশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
একই দাবিতে সোমবারও মানববন্ধন করা হয়েছিল।

সাধারণ পরীক্ষার্থীর ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে চাকরিপ্রত্যাশী শিক্ষার্থীরা অংশ নেন। তাদের হাতে ছিল ‘দাবি মোদের একটাই সমন্বিত পরীক্ষা চাই’; ‘এক দফা এক দাবি, সমন্বিত পরীক্ষা নিতে হবে’ লেখা সম্বলিত প্ল্যাকার্ড।

আন্দোলনকারীদের সমন্বয়ক ইতিহাস বিভাগের শিক্ষার্থী রাকিবুল হাসান  বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে শুক্রবারের পরীক্ষা স্থগিত করে সমন্বিতভাবে ৮ ব্যাংকের পরীক্ষা নিতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনে যাবে শিক্ষার্থীরা।

গত রোববার উচ্চ আদালতের আদেশে রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের নিয়োগ পরীক্ষা স্থগিত হয়। বাকি পাঁচ ব্যাংকের পরীক্ষা আগামী ১২ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৭৫১ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৭
এসকেবি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।