ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

রাজশাহীতে ৫ শিক্ষা প্রতিষ্ঠানের কেউ পাস করেনি 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৩ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৭
রাজশাহীতে ৫ শিক্ষা প্রতিষ্ঠানের কেউ পাস করেনি 

রাজশাহী: জেএসসি পরীক্ষায় রাজশাহীর পাঁচ শিক্ষা প্রতিষ্ঠান থেকে এবার কেউ পাস করতে পারেনি। তবে বাকি প্রায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের পাসের হার শতভাগ। 

শনিবার (৩০ ডিসেম্বর) দুপুরে রাজশাহী শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তরুণ কুমার সরকার আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণার সময় এ তথ্য জানান।  

স্কুলগুলোর প্রধানকে খারাপ ফলাফলের কারণ জানতে চেয়ে শিগগিরই চিঠি দেওয়া হবে বলেও জানান শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তরুণ কুমার সরকার।

 

রাজশাহী শিক্ষাবোর্ডে এ বছর জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় অংশ নিয়ে শতভাগ ফেল করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হলো- রাজশাহী জেলার মোহনপুরের সইপড়া জুনিয়র স্কুল, দুর্গাপুর উপজেলার বখতিয়ারপুর গার্লস স্কুল, পুঠিয়ার বেলপুকুর জুনিয়র গার্লস স্কুল, বগুড়া জেলার কাহাদুলিসাপা জুনিয়র গার্লস স্কুল ও বগুড়ার ধুনটের আনারপুর জুনিয়র গার্লস স্কুল।

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় রাজশাহী বোর্ডে এবার পাসের হার ৯৫ দশমিক ৫৪ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩৭ হাজার ৬৩৩ জন।  

গতবার জিপিএ-৫ পেয়েছিল ৪০ হাজার ৪৭১ জন।  

এ বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল ২ লাখ ৪২ হাজার ৪৫১ জন। এর মধ্যে মেয়ে পরীক্ষার্থী ১ লাখ ২০ হাজার ৭৯৬ এবং ছেলে ১ লাখ ১৬ হাজার ৩০৪ জন।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৭
এসএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।