ঢাকা, সোমবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০২ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জেএসসিতে বরিশাল বোর্ডে শীর্ষে ক্যাডেট কলেজ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৬ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৭
জেএসসিতে বরিশাল বোর্ডে শীর্ষে ক্যাডেট কলেজ

বরিশাল: বরাবরের মতো এবারও জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় বরিশাল শিক্ষাবোর্ডে শীর্ষস্থান অধিকার করেছে বরিশাল ক্যাডেট কলেজ।

এ বছর ৫৪ জন ক্যাডেট জেএসসি পরীক্ষায় অংশ নিয়ে ৫৪ জনই জিপিএ ৫ অর্জন করেছে।  

এমন ফলাফলের জন্য কলেজের অধ্যক্ষ মো. আতিকুর রহমান শিক্ষকমণ্ডলী, ক্যাডেট, অভিভাবক ও সংশ্লিষ্ট সবাইকে অভিন্দন জানিয়ে ভালো ফলাফলের এ ধারা অব্যাহত রাখার জন্য আরও যত্নবান হওয়ার আহ্বান জানিয়েছেন।

পাশাপাশি বরিশাল শিক্ষা বোর্ডে ২০১৭ সালের জেএসসি পরীক্ষায় শতকরা ৫০ ও তার নিচে পাসের হার রয়েছে ছয়টি স্কুলের।

বরিশাল শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আনোয়ারুল আজিম জানান, সবেচেয়ে কম শতকরা ২০ দশমিক ৩৬ পাসের হার রয়েছে বরিশালের মুলাদীর চরলক্ষ্মীপুর বজায়শুলি মাধ্যমিক বিদ্যালয়, একই অবস্থানে রয়েছে ঝালকাঠির রাজাপুরের মঠবাড়ি বালিকা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়।  

অপরদিকে ২৫ দশমিক ০০ শতাংশ পাসের হার রয়েছে ঝালকাঠির কাঠালিয়ার ২৭ নং সোনাউটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ২৭ দশমিক ৭৮ ভাগ পাসের হার রয়েছে কাঠালিয়ার দক্ষিণ চেচরি আদর্শ নিম্নমাধ্যমিক বিদ্যালয়, ৩০ দশমিক ৪৩ পাসের হার রয়েছে রাজাপুর নিম্নমাধ্যমিক বিদ্যালয় ও ঝালকাঠি সদরের বেগম চানবড়ু  মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের পাসের হার ৩৫ দশমিক।

২০১৭ সালের জেএসসি পরীক্ষায় বরিশাল শিক্ষাবোর্ডে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিলো ১ লাখ ২২ হাজার ১২৪ জন। অংশগ্রহণ করেছে ১ লাখ ১৮ হাজার  ৩৯৭  জন শিক্ষার্থী। এর মধ্যে পাস করেছে ১ লাখ  ১৪ হাজার  ৩৫ জন। উত্তীর্ণদের মধ্যে ৫৩ হাজার ২২৯ জন ছাত্র এবং ছাত্রী সংখ্যা ৬০ হাজার ৮০৬ জন।

বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৭
এমএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।