ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

সিলেট শিক্ষা বোর্ডে জেএসসিতে পাসের হার ৮৯.৪১

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪২ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৭
সিলেট শিক্ষা বোর্ডে জেএসসিতে পাসের হার ৮৯.৪১

সিলেট: জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় (জেএসসি) এ বছর সিলেট শিক্ষা বোর্ডের অধীনে ১ লাখ ৩৭ হাজার ৬১৬ জন পরীক্ষার্থী রেজিস্ট্রেশন করলেও পরীক্ষায় অংশগ্রহণ করে ১ লাখ ৩৪ হাজার ২০২ জন। এদের মধ্যে পাস করেছে ১ লাখ ২০ হাজার ৮৮২ জন। এ বোর্ডে গড় পাসের হার ৮৯ দশমিক ৪১ শতাংশ।
 

শনিবার (৩০ ডিসেম্বর) দুপুরে সিলেট শিক্ষাবোর্ডের কনফারেন্স হলে পরীক্ষার ফলাফল প্রকাশ করেন সিলেট শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. কবির আহমদ। এসময় উপস্থিত ছিলেন বোর্ড সচিব মোস্তফা কামাল, বিদ্যালয় পরিদর্শক মইনুল ইসলাম, সিস্টেম অ্যানালিস্ট কর্মকর্তা সরকার মো. আতিকুর রহমান।


 
পাহাড়ি ঢলে এবার সিলেট অঞ্চলে বেশকিছু বিদ্যালয়ে নিয়মিত পাঠদান ব্যাহত হয়। যেকারণে ওই অঞ্চলে ফলাফল কিছুটা খারাপ বলে দাবি করেছেন পরীক্ষা নিয়ন্ত্রক। এবছর সিলেট বোর্ডে ১৪ হাজার ৩২০ জন শিক্ষার্থী ফেল করেছে।
 
বোর্ডে এবছর ৫৮ হাজার ৩৬ জন ছেলে পরী‌ক্ষায় অংশগ্রহণ করে পাস করে ৫১ হাজার ৭৯৩ জন। পাসের হার ৮৯.২৪ শতাংশ। আর ৭৭ হাজার ১৬৬ অংশ মেয়ে পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৬৯ হাজার ৮৯ জন। পাসের হার ৮৯.৫৩ শতাংশ। গড় পাস ৮৯.৪১ শতাংশ। গতবছর গড় পাসের হার ছিলো ৯৩ .৩৭ শতাংশ।
 
সিলেট বোর্ডে জিপি-৫ পেয়েছে ৭ হাজার ৬২১ জন শিক্ষার্থী। এদের মধ্যে ছেলে ৩ হাজার ১৭০ জন, মেয়ে ৪ হাজার ৪৫১ জন। এবছর জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যাও কমেছে। গতবছর ১০ হাজার ২৫৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিলো।  

ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, এবছর সবচেয়ে বেশি ফেল করেছে গণিতে। এ বিষয়ে পাসের হার ৯৩.৮১ শতাংশ। গত বছর গণিতে পাসের হার ছিলো ৯৮.৪২ শতাংশ।
 
বাংলাদেশ সময়: ১৩৩৮ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৭
এনইউ/এসএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।