ঢাকা, রবিবার, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

প্রাথমিকে ২ লাখ ৬২ হাজার ৬০৯ শিক্ষার্থীর জিপিএ ৫

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৬ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৭
প্রাথমিকে ২ লাখ ৬২ হাজার ৬০৯ শিক্ষার্থীর জিপিএ ৫

ঢাকা: প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে ২ লাখ ৬২ হাজার ৬০৯ জন অর্থাৎ ১০ শতাংশের বেশি পরীক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে।

প্রকাশিত ফলাফলের প্রতিবেদন থেকে জানা গেছে, ২৬ লাখ ৯৬ হাজার ২১৬ জন পরীক্ষার্থীর মধ্যে ২৫ লাখ ৬৬ হাজার ২৭১ জন শিক্ষার্থী পাস করেছে। এদের মধ্যে ২ লাখ ৬২ হাজার ৬০৯ জন পেয়েছে জিপিএ ৫, য‍ার শতকরা হার ১০ দশমিক ২৩ শতাংশ।

৬ লাখ ৯৭ হাজার ১৯৬ জন (২৭ দশমিক ১৭ শতাংশ) শিক্ষার্থী জিপিএ ৪ থেকে ৫ এর নিচে পেয়েছে, জিপিএ ৩ দশমিক ৫ থেকে ৪ এর নিচে পেয়েছে ৪ লাখ ৫ হাজার ৩৩৯ জন (১৫ দশমিক ৮০ শতাংশ), জিপিএ ৩ থেকে ৩ দশমিক ৫ এর নিচে পেয়েছে ৪ লাখ ৯ হাজার ৭৫০ জন (১৫ শতাংশ ৯৭ শতাংশ), জিপিএ ২ থেকে ৩ এর নিচে পেয়েছে ৬ লাখ ৫ হাজার ৯১৮ জন (২৩ দশমিক ৬১ শতাংশ) এবং জিপিএ ১ থেকে ২ এর নিচে পেয়েছে ১ লাখ ৮৫ হাজার ৪৫৯ জন (৭ দশমিক ২৩ শতাংশ)।

এ বছর প্রাথমিক সমাপনী পরীক্ষায় পাসের হার ৯৫.১৮ শতাংশ, আর ইবতেদায়িতে পাসের হার ৯২.৯৪ শতাংশ।  

এবার ইবতেদায়িতে জিপিএ-৫ পাঁচ হাজার ২৩ জন শিক্ষার্থী।

বাংলাদেশ সময়: ১৩২৩ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৭
ইইউডি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।