ঢাকা, রবিবার, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

ইবতেদায়িতে ঝরে পড়েছে ৪০ হাজার শিক্ষার্থী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৯ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৭
ইবতেদায়িতে ঝরে পড়েছে ৪০ হাজার শিক্ষার্থী

ঢাকা: এবছর ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় ঝরে পড়েছে ৩৯ হাজার ৯৮২ জন শিক্ষার্থী। 

১৩ হাজার ৩০৫টি মাদরাসা থেকে ২ লাখ ৯৪ হাজার ৩৮১ জন শিক্ষার্থী পরীক্ষার জন্য তালিকাভুক্ত হয়। তবে পরীক্ষায় অংশ নেয় ২ লাখ ৫৪ হাজার ৩৯৯ জন।

পাস করেছে ২ লাখ ৩৬ হাজার ৪৪৪ জন। পাসের হার ৯২ দশমিক ৯৪ শতাংশ।  
 ইবতেদায়িতে জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ২৩ জন। গড় পাসের দিক দিয়ে এগিয়ে মেয়েরা।  
 
শনিবার (৩০ ডিসেম্বর) বেলা পৌনে ১১টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে এ ফলাফল তুলে দেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান। দুপুরে সংবাদ সম্মেলনের পর ফলাফলের বিস্তারিত জানা যাবে।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৭
এসএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।