ঢাকা, মঙ্গলবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

জাবির প্রথম বর্ষের ক্লাসের সময়সূচি পরিবর্তন

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪১ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৭
জাবির প্রথম বর্ষের ক্লাসের সময়সূচি পরিবর্তন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: অনিবার্য কারণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির শিক্ষার্থীদের ক্লাসের সময়সসূচি পরিবর্তন করে আগামী বছরের ৫ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয় ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা-১) আবু হাসান এ তথ্য নিশ্চিত করেন।  

আবু হাসান জানান, আগামী বছরের ৭ জানুয়ারি প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণে তা পরিবর্তন করে বছরের ৫ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৭
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।