ঢাকা, সোমবার, ১৬ বৈশাখ ১৪৩১, ২৯ এপ্রিল ২০২৪, ১৯ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

বাগেরহাট উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তিতে নানা আয়োজন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৩ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৭
বাগেরহাট উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তিতে নানা আয়োজন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাগেরহাট: বাগেরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উপলক্ষে তিন দিনব্যাপী পুনর্মিলনীতে নানা আয়োজন করা হয়েছে।

শুক্রবার (২২ ডিসেম্বর) সকাল ৯টায় বিদ্যালয় প্রাঙ্গণে নিবন্ধিত শিক্ষার্থীদের উপহার দিয়ে এ পুনর্মিলনী অনুষ্ঠানের শুরু হয়ে ধারাবাহিকভাবে চলে নানা অয়োজন।

এসময় বাগেরহাট শহরের ঐতিহ্যবাহী এ শিক্ষা প্রতিষ্ঠান নতুন ও পুরাতন ছাত্রদের মিলন মেলায় পরিণত হয়।

এ অনুষ্ঠানের ২য় দিনে (শনিবার-২৩ ডিসেম্বর) প্রাক্তন শিক্ষার্থী সমাবেশ, পতাকা উত্তোলন, র‌্যালি, স্মৃতি ফলক উন্মোচন, কেক কাটা, আলোচনা ও সম্মাননা, প্রীতিভোজ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এছাড়া রোববার (২৪ ডিসেম্বর) ফ্রি মেডিকেল ক্যাম্প, বর্তমান ছাত্রীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রাক্তন (১৯৪৩-১৯৭০) শিক্ষার্থীদের ক্রীড়ানুষ্ঠান, মধুর আড্ডা এবং আমন্ত্রিত অতিথিদের পরিবেশনায় সঙ্গীতানুষ্ঠান হবে।

এদিকে সন্ধ্যায় এ অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন ভারত থেকে আগত শিবাজী চট্টোপাধ্যায় ও অরুনধুতি হোম চৌধুরী এবং ঢাকার তাহসান খান।

বাংলাদেশ সময়: ২১২১ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।