ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

পুনর্মিলনীর উচ্ছ্বাসে মেতে উঠতে প্রস্তুত জে‌সি‌পিএস‌সি

সাব্বির আহমেদ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৬ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৭
পুনর্মিলনীর উচ্ছ্বাসে মেতে উঠতে প্রস্তুত জে‌সি‌পিএস‌সি পুনর্মিলনীর জন্য বর্ণিল সাজে জে‌সি‌পিএস‌সি ক্যাম্পাস

রাত পোহালেই জালালাবাদ সেনা‌নিবাসের সবুজ অঙ্গন তারুণ্যের স্মৃতিতে ভরে উঠবে। পুরনো স্মৃ‌তিতে ফিরে যাবেন জালালাবাদ ক্যান্টনমেন্ট পাব‌লিক স্কুল অ্যান্ড কলেজের (জে‌সি‌পিএস‌সি) সাবেক শিক্ষার্থীরা। আনন্দ-আড্ডা আর উচ্ছ্বাসে মেতে উঠতে সম্পূর্ণ প্রস্তুত জে‌সি‌পিএস‌সি প্রাঙ্গণ।

শুক্র ও শনিবার (২২ ও ২৩ ডিসেম্বর) দুই দিনব্যাপী নানান কর্মসূচিতে পালিত হবে কলেজটির ১৮ বছরের ই‌তিহাসে প্রথম পুনর্মিলনী। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মু‌হিত।

বাংলাদেশের সেরা ক্যান্টনমেন্ট পাব‌লিক স্কুল অ্যান্ড কলেজের খ্যা‌তি পাওয়া জেসি‌পিএস‌পি অঙ্গন এখন পুরোপুরি প্রস্তুত সাবেক শিক্ষার্থীদের মিলনমেলার আয়োজনে।

এখান থেকে বেরিয়ে অনেকেই নিজ নিজ কর্মক্ষেত্র আলোকিত করেছেন। কলেজের বয়স যখন বাঁধ ভাঙ্গা ১৮ পেরুচ্ছে, তখনই এমন আয়োজনে সাড়া পড়েছে দেশ-বিদেশে থাকা সাবেক শিক্ষার্থীদের মধ্যে। পুনর্মিলনীকে ঘিরে সমবেত হয়েছেন দেশে ও প্রবাসের নানা প্রান্ত্রের সাবেক শিক্ষার্থীরা।
পুনর্মিলনী উপলক্ষে সিলেটে জে‌সি‌পিএস‌সি শিক্ষার্থীদের র‌্যালিরাতের ক্যা‌ম্পাসে রঙিন আলোর ঝি‌কি‌মি‌কি জানান দিচ্ছে সব প্রস্তু‌তি সম্পন্ন। শুক্রবার ভোর থেকে শুরু উদযাপন। ‌বেজে উঠেছে ‌থিম সং ‘লেগেছে শহরে আমাদের মহড়া/ এসেছে যতো না পুরনো বন্ধুরা...’।

পুনর্মিলনীর আয়োজকরা জানান, ক্যা‌ম্পাসের হাজারও বর্তমান ও সাবেক শিক্ষার্থী প্রায় সমবেত। অনেকেই সিলেটের পথে। পুনর্মিলনীর জানান দিতে সিলেট শহরে শিক্ষার্থীরা বর্ণিল বাইসাইকেল র‌্যা‌লি করেছেন।  

বাংলা‌নিউজকে জে‌সি‌পিএস‌সি’র অধ্যক্ষ লে. কর্নেল ইকবাল উর রহমান বলেন, প্র‌তিষ্ঠার ১৮ বছরের মধ্যে কখনও রিইউ‌নিয়ন হয়‌নি, এটাই প্রথমবারের আয়োজন।

২২ ডিসেম্বর সকালে উদ্বোধনী আয়োজনে অর্থমন্ত্রী এবং ২৩ ডিসেম্বর সমাপনীর রাতে সেনাবা‌হিনীর ১৭ ডি‌ভিশনের জিও‌সি এ‌রিয়া কমান্ডার মেজর জেনারেল শামীমুজ্জামান উপস্থিত থাকবেন।

সারাদেশের ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের মধ্যে একাডেমিক দিক দিয়ে প্রথম অবস্থানে সিলেটের এ শিক্ষা প্র‌তিষ্ঠান। ২০০৪ সালে জে‌সি‌পিএস‌সি ‌সারাদেশে‌র শ্রেষ্ঠ কলেজ এবং রাষ্ট্রপতি অ্যাওয়ার্ড অর্জন করেছে বলেও জানান অধ্যক্ষ। গত ৪ বছর ধরে জে‌সি‌পিএস‌সি সিলেট বোর্ডে শীর্ষ স্থানে রয়েছে বলেও জানান তিনি।

‌রিইউ‌নিয়ন ক‌মি‌টির সভাপ‌তি কলেজের সাবেক শিক্ষার্থী ডা. এ‌টিএম রাসেল মিশু বাংলা‌নিউজকে বলেন, আড়াই হাজার সাবেক শিক্ষাথী ‌রিইউ‌নিয়নের জন্য রে‌জিস্ট্রেশন করেছেন।

স্মৃ‌তিচারণ, সাংস্কৃ‌তিক আর বিনোদনের নানা আয়োজনে ভরে থাকবে পুনর্মিলনীর দু‌দিন। ক্যাম্পাস মাতাতে আসবে ব্যান্ড দল ‘নগর বাউল’-এর লিড ভোকালিস্ট তারকাশিল্পী জেমস। আরও থাকবে ব্যান্ড দল ‘ঐরাবত’। গাইবেন ঐরাবতের লিড ভো‌কা‌লিস্ট জে‌সি‌পিএস‌পি’র সাবেক ‌শিক্ষার্থী মেহরাব। রিইউ‌নিয়ন অনুষ্ঠান সরাস‌রি সম্প্রচার করবে সিলেট ক্যাবল সিস্টেম (এস‌সিএস)।  

বাংলাদেশ সময় ১৪৫৬ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৭
এসএ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।