ঢাকা, রবিবার, ২৯ বৈশাখ ১৪৩১, ১২ মে ২০২৪, ০৩ জিলকদ ১৪৪৫

শিক্ষা

পবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫২ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৭
পবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন

পবিপ্রবি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে বিভিন্ন অনুষদে ভর্তিকৃত নবীন ছাত্র-ছাত্রীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ জানুয়ারি) সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে এ ওরিয়েন্টেশনের আয়োজন করা হয়।

ডিন কাউন্সিলের কনভেনর প্রফেসর ড. আবুল কাশেম চৌধুরীর সভাপতিত্বে ওরিয়েন্টেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভিসি প্রফেসর ড. মো. হারুন-অর-রশীদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রো-ভিসি প্রফেসর মোহাম্মদ আলী।

অনুষ্ঠানে রেজিস্ট্রার প্রফেসর জেহাদ পারভেজের উপস্থাপনায় শিক্ষার্থীদের উদ্দেশে শুভেচ্ছা বক্তব্য রাখেন- এলএমএ অনুষদের ডিন প্রফেসর আ ক ম মোস্তফা জামান, সিএসই অনুষদের ডিন প্রফেসর আলী আজগর ভূইয়া, খাদ্য ও পুষ্টি অনুষদের ডিন প্রফেসর ড. মো. রবিউল হক, প্রক্টর প্রফেসর ড. পূর্ণেন্দু বিশ্বাস, নবাগত শিক্ষার্থীদের মধ্যে কৃষি অনুষদের মো. শাওন সিকদার, সিএসই অনুষদের আবদুল্লাহ নইম ও বিবিএ অনুষদের জাকির রায়হান প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয় বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠনগুলো।

প্রধান অতিথির বক্তব্যে ভিসি প্রফেসর ড. মো. হারুন-অর-রশীদ শিক্ষার্থীদের আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে অংশগ্রহণ করার আহ্বান জানান।

ওরিয়েন্টেশন শেষে নবীন শিক্ষার্থীদের বিভিন্ন গ্রুপে ভাগ করে বিশ্ববিদ্যালয়ের সব ডিপার্টমেন্ট ঘুরিয়ে দেখানো হয়।

বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।