ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

ঝিনাইদহে শিক্ষার্থীদের বিনামূল্যে বই বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৮ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৭
ঝিনাইদহে শিক্ষার্থীদের বিনামূল্যে বই বিতরণ বিনামূল্যে বই বিতরণ

ঝিনাইদহ: ঝিনাইদহে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই তুলে দেওয়া হয়েছে। রোববার (১ জানুয়ারি) সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট মুক্তমঞ্চে বই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার।

তিনি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন। এসময় নতুন বই পেয়ে শিক্ষার্থীরা ভীষণ খুশি হয়।

বই বিতরণ অনু্ষ্ঠানে উপস্থিত ছিলেন-স্থানীয় সরকারের উপ-পরিচালক আবু ইউসুফ মোহাম্মদ রেজাউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খোদেজা খাতুন, জেলা শিক্ষা অফিসার মো. মোকছেদুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার আতাউর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের সঙ্গে অভিভাবকরাও উপস্থিত ছিলেন।

এ বছর ঝিনাইদহ জেলায় প্রায় দেড় হাজার শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে ৩৬ লাখ ২২ হাজার ৩১২টি বই বিতরণ করা হবে।
বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।