ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

শিক্ষা

বগুড়ায় জেএসসিতে জিপিএ ৫ পেয়েছে ৯০৪৪ জন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৭ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৬
বগুড়ায় জেএসসিতে জিপিএ ৫ পেয়েছে ৯০৪৪ জন  বগুড়ায় জেএসসিতে উত্তীর্ণ উৎফুল্ল শিক্ষার্থীরা; ছবি-আরিফ জাহান

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় বগুড়ায় ৩৭ হাজার ২শ’ ৫৮ জন পরীক্ষার্থীর মাঝে ৩৬ হাজার ৫শ’ ৪৩ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার শতকরা ৯৮ দশমিক ০৮ ভাগ।
 

বগুড়া: জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় বগুড়ায় ৩৭ হাজার ২শ’ ৫৮ জন পরীক্ষার্থীর মাঝে ৩৬ হাজার ৫শ’ ৪৩ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার শতকরা ৯৮ দশমিক ০৮ ভাগ।

এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৪৪ জন পরীক্ষার্থী। জিপিএ-৫ প্রাপ্তিতে মেয়েরা ছেলেদের চেয়ে এগিয়ে রয়েছে।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বিকেলে জেলা শিক্ষা কর্মকর্তা গোপাল চন্দ্র সরকার বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
 
তিনি জানান, জেএসসি পরীক্ষায় এ জেলায় ১৮ হাজার ৪শ’ ৯০ জন ছেলে পরীক্ষার্থী অংশ নিয়ে ১৮ হাজার ১শ’ ২জন উত্তীর্ণ হয়। ১৮ হাজার ৭শ’ ৬৮ জন মেয়ে শিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হন ১৮ হাজার ৪শ’ ৪১জন।
তিনি আরো জানান, ছেলেদের মধ্যে ৪ হাজার ৮৫জন জিপিএ-৫ পেয়েছে। আর মেয়েদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৯শ’ ৫৯জন।
 
বাংলাদেশ সময়: ২১২৬ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৬
এমবিএইচ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।