ঢাকা, সোমবার, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৭ মে ২০২৪, ১৮ জিলকদ ১৪৪৫

শিক্ষা

ইবির ‘বি’ ইউনিটের ফল প্রকাশ 

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১১ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৬
ইবির ‘বি’ ইউনিটের ফল প্রকাশ 

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার কলা ও মানবিক অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে। 

ইবি (কুষ্টিয়া): ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার কলা ও মানবিক অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে।  

ইউনিট সমন্বয়কারী ও উপাচার্যের কার্যালয় সূত্রে জানা গেছে, রোববার (৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় ‘বি’ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

রাতে ফলাফল প্রস্তুত করে সোমবার দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারীর কাছে হস্তান্তর করে ইউনিট কর্তৃপক্ষ। এ বছর ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৪২০ আসনের বিপরীতে ১৪ হাজার ৯৭৬ জন আবেদন করে।

কলা অনুষদের ডিন অফিসের নোটিশ বোর্ড এবং বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে www.iu.ac.bd ফলাফল পাওয়া যাবে।  

বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৬
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।