ঢাকা, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২, ১০ মে ২০২৫, ১২ জিলকদ ১৪৪৬

শিক্ষা

সাতক্ষীরায় শিক্ষাবৃত্তি পেলো ১১৫ শিক্ষার্থী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩৮, জানুয়ারি ৪, ২০১৬
সাতক্ষীরায় শিক্ষাবৃত্তি পেলো ১১৫ শিক্ষার্থী ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাতক্ষীরা: সাতক্ষীরায় জাগরণী চক্র ফাউন্ডেশনের ১১৫ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দেওয়া হয়েছে।  

সোমবার (৪ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ বৃত্তি দেওয়া হয়।

 

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাগরণী চক্র ফাউন্ডেশনের পরিচালক নুরুল ইসলাম। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অরুণ কুমার মণ্ডল ও বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা কিশোরী মোহন সরকার।

অনুষ্ঠানে ১১৫ শিক্ষার্থীকে সর্বনিম্ন এক হাজার তিনশ’ টাকা থেকে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা করে মোট দুই লাখ ৪৭ হাজার ৫৫০ টাকার বৃত্তি দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৬
এএটি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।