ঢাকা, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২, ১০ মে ২০২৫, ১২ জিলকদ ১৪৪৬

শিক্ষা

ঝিনাইদহে প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসার বই বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৫৭, জানুয়ারি ১, ২০১৬
ঝিনাইদহে প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসার বই বিতরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঝিনাইদহ: ঝিনাইদহে বিনামূল্যে প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসার পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১ জানুয়ারি) সকাল ১১টায় শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।



ঝিনাইদহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুর রউফ মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু সালেহ মোহাম্মদ মহিউদ্দিন খাঁ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুলকার নায়ন, জেলা শিক্ষা অফিসার আমজাদ হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আতাউর রহমান।

এছাড়াও জেলা প্রশাসন ও শিক্ষা অফিসের কর্মকর্তাসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়।

এ বছর ঝিনাইদহে মাধ্যমিকে ২০ লাখ ৩৪ হাজার ৩১৭, দাখিলে ২ লাখ ৭২ হাজার ৬৮৭, এবতেদায়ীতে ১ লাখ ৪৮ হাজার ৫২, এসএসসি ভোকেশনালে ২৩ হাজার ও এবতেদায়ী ভোকেশনাল ৪ হাজার বই বিতরণ করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১১৫৭ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।