ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

বশেমুরবিপ্রবিতে নবীনবরণ শুক্রবার

বশেমুরবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩১ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৫
বশেমুরবিপ্রবিতে নবীনবরণ শুক্রবার

গোপালগঞ্জ: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হবে শুক্রবার (০১ জানুয়ারি)।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয় সূত্রে এ তথ্য জানা যায়।



নবীনবরণ উপলক্ষে ক্যাম্পাসে সকাল ১০টায় নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হবে। তাদের হাতে নতুন বছরের ক্যালেন্ডার ও স্মরণিকা তুলে দেওয়া হবে। সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে পরিচিতি পর্ব ও শুভেচ্ছা বক্তব্য। দুপুর দেড়টায় থাকবে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও অভিভাবকদের নিয়ে মধ্যাহ্ন ভোজ।

বিকেলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও নিজস্ব সংগঠনগুলোর সাংস্কৃতিক পরিবেশনা। সবশেষে পরিবেশিত হবে ব্যান্ড সংগীত। আগামী ৩ জানুয়ারি থেকে প্রথমবর্ষের ক্লাস শুরু হবে।

বাংলাদেশ সময়: ১০২৯ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৫
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।