ঢাকা, সোমবার, ১ আশ্বিন ১৪৩১, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১২ রবিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

প্রাথমিকে ভালো ধর্মে, দুর্বল ইংরেজিতে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৯ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৫
প্রাথমিকে ভালো ধর্মে, দুর্বল ইংরেজিতে ছবি: শাকিল / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: খুদে শিক্ষার্থীরা ভালো করেছে সব বিষয়েই। সব বিষয়েই পাসের হার ৯৯ শতাংশের বেশি।

এর মাঝেও প্রাথমিক সমাপনী পরীক্ষায় (পিইসি) শিক্ষার্থীরা সবচেয়ে ভালো করেছে ধর্ম ও নৈতিক শিক্ষায়। পাসের হার ৯৯.৯১ শতাংশ। আবার ইংরেজিতে কিছুটা দুর্বল। ৯৯.১৮ শতাংশ।  
 
এ বছরের প্রকাশিত ফলাফলে দেখা যায়, ধর্ম ও নৈতিক শিক্ষায় সবচেয়ে ভালো করেছে শিক্ষার্থীরা। রাজশাহী বিভাগে পাসের হার সবচেয়ে বেশি এ বিষয়ে, ৯৯.৯৭ শতাংশ। সবচেয়ে কম সিলেটে ৯৯.৮০ শতাংশ।
 
এরপর শিক্ষার্থীরা সবচেয়ে ভালো করেছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ে। এ বিষয়ে সবচেয়ে ভালো ফলও রাজশাহীর, ৯৯.৮৮ শতাংশ। খারাপ করেছে সিলেট, ৯৯.৫৫ শতাংশ।
 
তুলনামূলক ইংরেজির ফল কিছুটা খারাপ, ৯৯.১৮ শতাংশ। এ বিষয়ে ভালো ফল রাজশাহীর, ৯৯.৪৫ শতাংশ। আর খারাপ ফল চট্টগ্রামের, ৯৯.০৫ শতাংশ।
 
গণিতে পাসের হার ৯৯.৩৬ শতাং। সবার সেরা ঢাকা ‍বিভাগ। পাসের হার ৯৯.৫৬ শতাংশ। তবে সিলেট বিভাগে পাসের হার কিছুটা কম, ৯৯.২৭ শতাংশ।
 
প্রাথমিক বিজ্ঞানে পাসের হার ৯৯.৭২ শতাংশ। ভালো করেছে রাজশাহী বোর্ড ৯৯.৮৫ শতাংশ। খারাপ ফল করেছে সিলেট, ৯৯.৩৫ শতাংশ।
 
বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৫
এমএন/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।