ঢাকা, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২, ০৯ মে ২০২৫, ১১ জিলকদ ১৪৪৬

শিক্ষা

বাগেরহাটে পিএসসিতে মেয়েরা এগিয়ে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫১, ডিসেম্বর ৩১, ২০১৫
বাগেরহাটে পিএসসিতে মেয়েরা এগিয়ে

বাগেরহাট: বাগেরহাটে প্রাথমিক সমাপনী পরীক্ষার (পিএসসি) প্রকাশিত ফলাফলে বাগেরহাটে পাসের হার ৯৮.৯০। ফলাফলে সবদিক থেকে এগিয়ে মেয়েরা।


বুধবার(৩০ ডিসেম্বর) দুপুরে বাগেরহাট জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রাথমিকে বাগেরহাট জেলায় মোট পরীক্ষার্থী ছিল ২৬ হাজার ৬৪৩ জন। যাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ২৫ হাজার ৮৭০ শিক্ষার্থী।

পিএসসিতে বাগেরহাটে উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ছাত্রী ১৪ হাজার ২৫৯ জন এবং ছাত্র ১১ হাজার ৬১১ জন।

বাগেরহাটে মোট জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা এক হাজার ৫১৮ জন। জিপিএ’র দিক থেকেও জেলায় এগিয়ে মেয়েরা। যাদের মধ্যে ছাত্রী ৮১৫ জন এবং ছাত্র ৭০৩ জন।

বাগেরহাট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অশোক কুমার সমাদ্দার বাংলানিউজকে জানান, প্রকাশিত ফলাফলে বাগেরহাট জেলায় ছেলেদের চেয়ে মেয়েরা ভালো করেছে।

বাংলাদেশ সময়: ১৫৫১ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।