ঢাকা, শনিবার, ২৬ বৈশাখ ১৪৩২, ১০ মে ২০২৫, ১২ জিলকদ ১৪৪৬

শিক্ষা

রাজউকে ৯৮.৫২ শতাংশ জিপিএ-৫

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৬, ডিসেম্বর ৩১, ২০১৫
রাজউকে ৯৮.৫২ শতাংশ জিপিএ-৫ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: রাজউক উত্তরা মডেল কলেজে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় শতভাগ পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৯৮.৫২ শতাংশ।



এ বছর এই প্রতিষ্ঠান থেকে মোট ৫৪১ শিক্ষার্থী জেএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে ৫৩৩ জন।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) বেলা পৌনে ৩টার দিকে কলেজটির উপাধ্যক্ষ খন্দকার আনিসুল হক কলেজ চত্বরে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করলে এ তথ্য জানা যায়।

তিনি জানান, এ বছর বাংলা মাধ্যমে ৩১৩ জনের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩০৭ জন। আর ইংরেজি মাধ্যমে ২২৮ জনের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২২৬ জন।

এর আগে ২০১৪ সালে রাজউক উত্তরা মডেল কলেজে জেএসসি পরীক্ষায় ফলফলের দিক থেকে সারাদেশে প্রথম স্থান দখল করে।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) প্রাথমিক, ইবতেদায়ি শিক্ষা সমাপনী এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল প্রকাশ করা হয়।

বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৫
জেপি/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।