ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

পবিপ্রবিতে অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি ৩১ ডিসেম্বর

পবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৯ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৫
পবিপ্রবিতে অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি ৩১ ডিসেম্বর

পবিপ্রবি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের মেধা তালিকা থেকে ভর্তির পর বিভিন্ন অনুষদে মোট ১৬৬টি আসন শূন্য রয়েছে।

এসব আসনে ৩১ ডিসেম্বর ভর্তি কার্যক্রম শুরু হবে।



মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সকালে ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক প্রফেসর স্বদেশ চন্দ্র সামন্ত সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, কৃষি অনুষদে ৪৮টি, এনিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদে ৫৩ (ভেটেরিনারিতে-১২, এনিমেল হাজব্রেন্ড্রিতে ৪২), মাৎস্যবিজ্ঞান অনুষদে ৭, পুষ্টি ও খাদ্য বিজ্ঞান অনুষদে ১৫, দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদে ৯, ভূমি ব্যবস্থাপনা ও প্রশাসন অনুষদে ৩, ব্যবসায় প্রশাসন ও ব্যবস্থাপনা অনুষদে ১৩ ও সিএসই অনুষদে ১৮টি আসন শূন্য রয়েছে।

৩১ ডিসেম্বর সকাল ৯টা থেকে অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে চলবে বিকেল ৫টা পর্যন্ত।

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.pstu.ac.bd) পাওয়া যাবে বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ১০০০ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।