ঢাকা, রবিবার, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩১, ০২ জুন ২০২৪, ২৪ জিলকদ ১৪৪৫

শিক্ষা

বাকৃবিতে ভর্তি পরীক্ষা শনিবার

বাকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৫ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৫
বাকৃবিতে ভর্তি পরীক্ষা শনিবার

বাকৃবি (ময়মনসিংহ): বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের (লেভেল-১, সেমিস্টার-১) ভর্তি পরীক্ষা শনিবার (৫ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে।

দুই শিফটে প্রায় ২৬ হাজার ৬শ’ পরীক্ষার্থীর অংশগ্রহণের এ ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে ২২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে।



ভর্তি কমিটি সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদে এক হাজার ২শ’ আসনের বিপরীতে শনিবার (৫ ডিসেম্বর) সকাল ১০টা থেকে ১১টা এবং দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত এক ঘণ্টা করে দুই শিফটে ভিন্ন দু’টি প্রশ্নপত্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ বারই প্রথম আবেদনকারী সব পরীক্ষার্থীই পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছে।

ভর্তি পরীক্ষা সংক্রান্ত যে কোনো তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (http://admission.bau.edu.bd) জানা যাবে।

বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।