ঢাকা, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩১, ০২ মে ২০২৪, ২২ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

জাবি ও এশিয়া ফাউন্ডেশনের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৩ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৫
জাবি ও এশিয়া ফাউন্ডেশনের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর

ঢাকা: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগ ও এশিয়া ফাউন্ডেশনের ইলেকশন ওয়ার্কিং গ্রুপের মধ্যে এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) লোক প্রশাসন বিভাগের পক্ষে বিভাগের সভাপতি মুহাম্মদ ছায়েদুর রহমান ও ফাউন্ডেশনের পক্ষে ড. আব্দুল আলিম এ সমঝোতা চুক্তি স্বাক্ষর করেন।



এ চুক্তির আওতায় লোক প্রশাসন বিভাগের স্নাতকোত্তর, এমফিল ও পিএইচডি পর্যায়ের গবেষকদের মধ্যে থেকে ৪ জন গবেষককে বৃত্তি দেওয়‍া হবে।

চুক্তি অনুযায়ী লোক প্রশাসন বিভাগের গবেষক ছাত্রদের মধ্যে যারা নির্বাচন, রাজনৈতিক দল ও বাংলাদেশের সুশাসন বিষয়ে গবেষণা করবে তাদের ৪ জনকে মেধার ভিত্তিতে বাছাই করে এককালীন ৫০ হাজার টাকা করে ফেলোসিপ দেওয়‍া হবে।

এছাড়াও বছরে একটি সেমিনার অয়োজনের জন্য অর্থ বরাদ্দ রাখা হয়েছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিভাগীয় শিক্ষক মুহাম্মদ মুঈনুল ইসলাম উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার (২৮ জানুয়ারি) এসব তথ্য জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।