ঢাকা, বুধবার, ১৮ বৈশাখ ১৪৩১, ০১ মে ২০২৪, ২১ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

রাবিতে ক্লাস-পরীক্ষা চালুর দাবি ছাত্র ফেডারেশনের

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৬ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫
রাবিতে ক্লাস-পরীক্ষা চালুর দাবি ছাত্র ফেডারেশনের

রাবি: ২০দলীয় জোটের ডাকা টানা হরতাল-অবরোধের কারণে অঘোষিতভাবে বন্ধ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ক্লাস-পরীক্ষা চালুর দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ফেডারেশন।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।



সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয় ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক যারিফ মুহিব অয়ন লিখিত বক্তব্যে বলেন, গত বছরের ২ ফেব্রুয়ারি একটি অনাকাঙ্খিত ঘটনার পর বিশ্ববিদ্যালয় প্রায় এক মাস (৩৫ দিন) বন্ধ থাকে। এতে শিক্ষার্থীরা সেশনজটে পড়েন।

এবছর শীতকালীন ছুটির পর ১১ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খুলে দেওয়া হলেও টানা হরতাল-অবরোধের কারণে নিয়মিত ক্লাস-পরীক্ষা বন্ধ রয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে আগামী ৩ ফেব্রুয়ারি থেকে প্রথম বর্ষের ক্লাস শুরুর কথা বলা হলেও শিক্ষার্থীরা নিশ্চয়তা পাচ্ছে না।

শিক্ষার্থীদের নিরাপত্তা ও আবাসন সমস্যা নিরসনের দাবি জানিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক আরও বলেন, আবাসন সমস্যা দূর করা সম্ভব হলে জাতীয় রাজনৈতিক ইস্যুর কর্মসূচির কারণে শিক্ষার্থীদের দুর্ভোগে পড়তে হবে না।

সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের ৩০ হাজার শিক্ষার্থীর কথা বিবেচনা করে দ্রুত ক্লাস-পরীক্ষা চালু করার দাবি জানানো হয়। ১ ফেব্রুয়ারির মধ্যে ক্লাস চালু না হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে আন্দোলনে যাওয়ারও ঘোষণাও দিয়েছে সংগঠনটি।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক উৎসব মোসাদ্দেক, বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ফারুক ইমন ও শিক্ষা বিষয়ক সম্পাদক কিংশুক কিঞ্জল।

বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।