ঢাকা, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩১, ০২ মে ২০২৪, ২২ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

বাকৃবিতে প্রগ্রেসিভ এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি

বাকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০০ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫
বাকৃবিতে প্রগ্রেসিভ এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি

বাকৃবি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) কৃষির আধুনিকায়ন ও উন্নয়নে গবেষণা ও সম্প্রাসরণকারী বিজ্ঞানীদের সংগঠন প্রগ্রেসিভ এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশনের দ্বিবার্ষিক কার্যনিবার্হী কমিটি গঠিত হয়েছে।

নবগঠিত কমিটিতে পশুপুষ্টি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আল-মামুন সভাপতি ও মৃত্তিকা বিজ্ঞান বিভাগের ড. মাহমুদ হোসেন সুমন সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন।



সোমবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের সভাকক্ষে সংগঠনের বার্ষিক সভায় ১৯ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়।

সংগঠনের সদ্য বিদায়ী সভাপতি অধ্যাপক ড. গোলাম ফারুকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ড. তৌহিদুল ইসলামের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আবু হাদী নূর আলী খাঁন।

সভা শেষে নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে দায়িত্ব হস্তান্তর করে সদ্য বিদায়ী কমিটি।

সংগঠনটি প্রতিবছর প্রগ্রেসিভ এগ্রিকালচার নামে কৃষি গবেষণার ওপর বার্ষিক জার্নাল প্রকাশ করে, যা দেশের কৃষি বিষয়ক জার্নালগুলোর মধ্যে অন্যতম। কৃষির আধুনিকায়ন ও উন্নয়নে এবং গবেষণা ও সম্প্রসারণে ১৯৯০ সাল থেকে কাজ করে যাচ্ছে এ সংগঠন।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।