ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

জবির বাংলা বিভাগে নবীনবরণ

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১৫ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫
জবির বাংলা বিভাগে নবীনবরণ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বাংলা বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের (সম্মান প্রথম বর্ষ) নবীন শিক্ষার্থীদের বরণ করা হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের চতুর্থ তলায় দিনব্যাপী অনুষ্ঠানের মাধ্যমে নবীনদের বরণ করে নেয় বিভাগটি।



নবীনবরণ অনুষ্ঠানের আলোচনা সভায় বাংলা বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. হোসনে আরা বেগম জলী বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অগ্রযাত্রায় বাংলা বিভাগের ভূমিকা অনেক। নবীন শিক্ষার্থীরা তাদের মেধার বিকাশের মাধ্যমে বিভাগ ও বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাবে বলে আমার বিশ্বাস।

অনুষ্ঠানে বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ড. মোজাহারুল আলম সেলিম, শিল্পী খানম, শাহ মো. আরিফুল আবেদসহ অন্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে বিভাগীয় শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ সময়: ০৩৫৪ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।