ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

ধামরাইয়ে রাজাপুর বেগম আনোয়ারা গার্লস কলেজের উদ্বোধন

ধামরাই থেকে সংবাদদাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৭ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৫
ধামরাইয়ে রাজাপুর বেগম আনোয়ারা গার্লস কলেজের উদ্বোধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ধামরাই (ঢাকা): ধামরাই চৌহাট ইউনিয়নের রাজাপুর গ্রামে রাজাপুর বেগম আনোয়ারা গার্লস কলেজের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে ঢাকা-২০ আসনের সংসদ সদস্য এম এ মালেক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গার্লস কলেজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

ভবনটি নির্মাণে ব্যয় হয়েছে দুই কোটি টাকা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আনোয়ারা গার্লস কলেজের অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক।

কলেজের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল আলীম খান সেলিমের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য বেনজীর আহমেদ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ আলী, ধামরাই পৌর আওয়ামী লীগের সভাপতি গোলাম কবির, নাট্য অভিনেতা সোহেল খান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩৩৮ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।