ঢাকা, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

শিক্ষা

২৬ ছাত্রীর ভর্তি বাতিল, গোপালগঞ্জ নার্সিং ইনস্টিটিউটে তালা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১২, জানুয়ারি ১৩, ২০১৫
২৬ ছাত্রীর ভর্তি বাতিল, গোপালগঞ্জ নার্সিং ইনস্টিটিউটে তালা

গোপালগঞ্জ: গোপালগঞ্জ নার্সিং ইনস্টিটিউটে চলতি সেমিস্টারে ভর্তিকৃত ২৬ ছাত্রীর ভর্তি বাতিল করা হয়েছে। এর প্রতিবাদে ইনস্টিটিউটের ফটকে তালা লাগিয়ে বিক্ষোভ করেছেন ওই শিক্ষার্থীরা।



মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ৮টার দিকে তারা ইনস্টিটিউটে মূল ফটকে তালা ঝুলিয়ে দেন।
 
এদিকে, শিক্ষকদের ক্লাসও নিতে দেননি আন্দোলনকারীরা।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, ভর্তি হওয়ার পর চলতি মাসের ১ জানুয়ারি থেকে গোপালগঞ্জ নার্সিং ইনস্টিটিউটে তাদের ক্লাস শুরু হয়। ১২ দিন ক্লাস হওয়ার পর হঠাৎ তাদের ভর্তি বাতিলের আদেশ দেওয়া হয়। এতে তাদের শিক্ষা জীবন হুমকির মুখে পড়েছে। ভর্তি বাতিলের আদেশ প্রত্যাহারের দাবিতে তারা এ কর্মসূচি পালন করছেন।

ইনস্টিটিউট সূত্রে জানা গেছে, ভর্তিকৃত ৬৮ জন ছাত্রীর মধ্যে ২৬ জনের বিরুদ্ধে অসদুপায়ে ভর্তি হওয়ার অভিযোগ রয়েছে। সোমবার ঢাকার ডিএনএস (ডাইরেক্টর অফ নার্সিং)-এর ভারপ্রাপ্ত পরিচালক সুরাইয়া বেগম স্বাক্ষরিত একটি ফ্যাক্স বার্তায় ওই ২৬ ছাত্রীর ভর্তি বাতিল করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আদেশ দেওয়া হয়।

এ ঘটনা জানার পর থেকে ছাত্রীরা বিক্ষোভ প্রদর্শন করছেন বলে সূত্রটি জানায়।

মঙ্গলবার সকালে প্রতিষ্ঠানের প্রধান ফটকে তালা দেওয়ায় কেউ ভেতরে প্রবেশ করতে বা বাইরে যেতে পারেননি।

গোপালগঞ্জ নার্সিং ইনস্টিটিউটের ইনচার্জ স্বর্ণা রানী হীরা বলেছেন, ঊর্ধ্বতন কর্মকর্তার আদেশে ২৬ শিক্ষার্থীর ভর্তি বাতিল প্রক্রিয়া শুরু করা হয়েছে। এ খবর পেয়ে তারা আন্দোলনে নেমেছেন।

মূল ফটকে তালা লাগিয়ে দেওয়ায় মঙ্গলবার কোনো ক্লাস হয়নি বলেও জানান তিনি।

বিকেল সাড়ে ৩টা পর্যন্ত তাদের প্রতিষ্ঠানের সামনে অবস্থান করতে দেখা গেছে।

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।