ঢাকা, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩১, ০২ মে ২০২৪, ২২ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

প্রাথমিকে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সাফল্য

মাজেদুল নয়ন, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৪ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৪
প্রাথমিকে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সাফল্য ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: প্রাথমিক সমাপনী পরীক্ষায় সাফল্য পেয়েছে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা। দেশের ৭টি বিভাগের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের পাশের হার ৯৫ দশমিক ৫৭ ভাগ।

জিপিএ ৫ পেয়েছে ১৫৭ জন।
 
দেশে প্রাথমিক সমাপনী পরীক্ষায় ২ হাজার ৪৪জন বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্র পরীক্ষায় অংশ নেন। তবে অনুপস্থিত ছিলেন ১০৬ জন। এর মধ্যে অকৃতকার্য হয়েছেন ৯৬ জন। জিপিএ ৫ পেয়েছেন ৭৭ জন।
 
পরীক্ষায় ১ হাজার ৮৭৯ জন বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রী অংশ নেন। অনুপস্থিত ছিলেন ৮৯ জন। অকৃতকার্য হয়েছেন ৬৯ জন। জিপিএ ৫ পেয়েছেন ৮০ জন।
 
রাজশাহী বিভাগ থেকে সব চেয়ে ভালো ফল করেছেন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা। এ বিভাগে ৪০৮ জন শিক্ষার্থীর মধ্যে পাশের হার ৯৬ দশমিক ৯১ শতাংশ। জিপিএ ৫ পেয়েছেন ১২ জন শিক্ষার্থী।
 
ঢাকা বিভাগ থেকে সবচেয়ে বেশি সংখ্যক বিশেষ চাহিদা সম্পন্ন শিশু পরীক্ষায় অংশ নেন, ১১৮০ জন। পাশের হার ৯৫ দশমিক ৬১ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৪৮ জন।
 
চট্টগ্রাম বিভাগ থেকে ১০০০ জন বিশেষ চাহিদা সম্পন্ন শিশু পরীক্ষায় অংশ নেন। এ বিভাগে পাশের হার ৯৬ দশমিক ৯১ শতাংশ। জিপিএ ৫ পেয়েছেন ৩৯ জন শিশু।
 
রংপুর বিভাগে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের পাশের হার ৯৫ দশমিক ৫৪ ভাগ। এ বিভাগ থেকে ৪১০ জন পরিক্ষার্থী অংশ নিয়ে ৩৩ জন জিপিএ- ৫ পেয়েছেন।
 
সিলেটের ২৩৭ জন বিশেষ চাহিদা সম্পন্ন পরিক্ষার্থী অংশ নিয়ে অকৃতকার্য হয়েছেন ১৯ জন। পাশের হার ৯১ দশমিক ৪০ জন। জিপিএ- ৫ পেয়েছেন ৬ জন ছাত্রী।
 
বরিশালে জিপিএ ৫ পেয়েছে ৭ জন বিশেষ চাহিদা সম্পন্ন শিশু। এ বিভাগ থেকে ১৫০ জন পরিক্ষার্থী অংশ নিয়ে পাশের হার ৯৬ দশমিক ৫৫ জন।
 
খুলনা বিভাগ থেকে জিপিএ পেয়েছেন ২২ জন বিশেষ চাহিদা সম্পন্ন শিশু। ৫৪০ জন পরিক্ষার্থী অংশ নিয়ে পাশের হার ৯৪ দশমিক ৯৪ শতাংশ।
 
বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।