ঢাকা, বুধবার, ১৮ বৈশাখ ১৪৩১, ০১ মে ২০২৪, ২১ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

বরগুনার তাসলিমা একাডেমি বরিশাল বোর্ডে তৃতীয়

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৫ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৪
বরগুনার তাসলিমা একাডেমি বরিশাল বোর্ডে তৃতীয়

পাথরঘাটা (বরগুনা): বরগুনার পাথরঘাটা উপজেলার তাসলিমা মেমোরিয়াল একাডেমি চলতি জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার ফলাফলে শতভাগ পাসসহ বরিশাল বোর্ডের সেরা দশে তৃতীয় স্থান লাভ করেছে।

মঙ্গলবার প্রকাশিত ফলাফলে বিদ্যালয়টির মোট ৭১ জন পরীক্ষার্থীর ৬৭ জন এ প্লাস ও বাকিরা এ গ্রেডে উত্তীর্ণ হয়েছে।

এতে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক ও অভিভাবকরা আনন্দে উদ্বেলিত।

২০০৬ সাল থেকে গত ৮ বছরে ৬ বার বরিশাল বোর্ডের সেরা দশে স্থান করে নিয়ে এলাকায় চমক সৃষ্টি করেছে। বিশিষ্ট শিক্ষানুরাগী মল্লিক মোহাম্মদ আইউব ১৯৯৫ সালে পাথরঘাটা পৌর শহরে স্কুলটি প্রতিষ্ঠান করেন।

তাসলিমা মেমোরিয়াল একাডেমির প্রধান শিক্ষক আবুল বাশার আজাদ বাংলানিউজকে বলেন, ধারাবাহিক সাফল্যের পেছনে  ছাত্র, শিক্ষক ও অভিভাবকদের সমন্বিত প্রচেষ্টার কারণেই এ ফলাফল সম্ভব হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।