ঢাকা, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩১, ০২ মে ২০২৪, ২২ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

জেএসসি’তে যশোর বোর্ডের সেরা ২০-এ খুলনার ৭ স্কুল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০২ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৪
জেএসসি’তে যশোর বোর্ডের সেরা ২০-এ খুলনার ৭ স্কুল

খুলনা: জুনিয়র স্কুল সার্টিফিকেট(জেএসসি) পরীক্ষায় যশোর বোর্ডে সেরা ২০ তালিকায় ২য় স্থানসহ খুলনার ৭টি স্কুল জায়গা করে নিয়েছে।

স্কুলগুলো হচ্ছে-২য় খুলনার ফুলতলার মিলিটারি কলেজিয়েট স্কুল(এমসিএসকে।

এ স্কুল থেকে ১৩১জন শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে, ৩য় খুলনার সরকারি করনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়। এ স্কুল থেকে ২২৮জন শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে, ৬ষ্ঠ খুলনা জিলা স্কুল। এ স্কুল থেকে ২৩৬জন শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে, ১৪তম খুলনার পাবলিক কলেজ, এ স্কুল থেকে ১১৫জন শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে।

১৫তম খুলনা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়। এ স্কুল থেকে ৭৭জন শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে, ১৬তম খুলনার খালিশপুর নৌবাহিনী স্কুল এন্ড কলেজ। এ স্কুল থেকে ১১০জন শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে, ১৯ তম খুলনা কলেজিয়েট বালিকা বিদ্যালয়। এ স্কুল থেকে ১০৫জন শিক্ষার্থী জিপিএ- ৫ পেয়েছে।

ফলাফল ঘোষণা করার পর এসব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা আনন্দের জোয়ারে ভাসছেন।

বাংলাদেশ সময় : ১৪০২ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।