জাবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে ব্যাপক অস্বচ্ছতা ও ফলাফল প্রভাবিত করার চেষ্টার অভিযোগ উঠেছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল ‘সমন্বিত শিক্ষার্থী জোট’।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে জোটের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী মাজহারুল ইসলাম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এ সংবাদ সম্মেলনের কথা জানান।
পোস্টটিতে তিনি বলেন, নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করার চেষ্টা এবং সার্বিক অব্যবস্থাপনার প্রতিবাদে এ জরুরি সংবাদ সম্মেলন আহ্বান করা হয়েছে। দুপুর ২টায় জাকসু নির্বাচন কমিশনারের কার্যালয়ের সামনে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
এর আগে বিভিন্ন ইস্যুতে জরুরি সংবাদ সম্মেলন করেছিল ছাত্রদল ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) সমর্থিত প্যানেলগুলো।
প্রসঙ্গত, এবারের নির্বাচনে মোট ১১ হাজার ৮৯৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। জাকসু ও হল সংসদ মিলিয়ে মোট ২৫টি পদের জন্য ১৭৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটগ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত।
নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য ৬৭ জন পোলিং অফিসার (শিক্ষক) এবং ৬৭ জন সহকারী পোলিং অফিসার (কর্মকর্তা) দায়িত্ব পালন করছেন। ভোট গণনা করা হবে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে এবং সেখানেই ফলাফল ঘোষণা করা হবে। ভোটাররা কেন্দ্রীয় ও হল সংসদ মিলিয়ে মোট ৪০টি ব্যালটে (টিক চিহ্ন) ভোট দিবেন এবং বিশেষ ওএমআর মেশিনে ভোট গণনা করা হবে।
ইএসএস/ টিএ/ ডিএইচবি/জেএইচ