‘স্বপ্ন থেকেই তো তৈরি হয় নতুন কোনো বাস্তবতা’ শিরোনামে তিন দিনব্যাপী আন্তর্জাতিক শিক্ষামেলা শেষ হয়েছে শনিবার (১৭ মে)।
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) এ মেলার শেষদিনে শিক্ষার্থীদের ভিড় দেখা গেছে।
আয়োজকরা বলছেন, এই বৃহৎ আয়োজনটি শুধু উচ্চশিক্ষার সুযোগ প্রদর্শনের মেলা নয়, এটি হলো তরুণ প্রজন্মের স্বপ্ন বাস্তবায়নের একটি চলমান যাত্রা।
সকাল থেকেই মেলায় শিক্ষার্থী-অভিভাবকসহ অনেকের ভিড় দেখা যায়। তারা বিভিন্ন স্টলে গিয়ে বিদেশে পড়তে যাওয়ার বিষয়ে বিভিন্ন তথ্য যাচাই করেন। বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও আগ্রহ নিয়ে মেলায় আগতদের বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করেছেন।
মেলার আয়োজকরা বলছেন, বিগত ছয় বছর ধরে শিক্ষার্থীদের জন্য ছোট ছোট ভালো উদ্যোগ, সময়োপযোগী প্ল্যানিং, এবং পরিশ্রমের ফসল রূপ নিয়েছে একটি সফল মডেলে। যেখানে দেশের ৪০টি শীর্ষস্থানীয় কনসালট্যান্সি ও এজেন্সির মাধ্যমে ৪৫টিরও বেশি দেশের ২,৫০০+ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি অংশ নিয়েছেন।
এইচএ