ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

বসুন্ধরা টেকনিক্যাল ইনস্টিটিউটে মেকাট্রনিক্সের প্রয়োগ নিয়ে সেমিনার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০২ ঘণ্টা, মার্চ ৬, ২০২৪
বসুন্ধরা টেকনিক্যাল ইনস্টিটিউটে মেকাট্রনিক্সের প্রয়োগ নিয়ে সেমিনার

ঢাকা: বসুন্ধরা টেকনিক্যাল ইনিস্টিটিউটে মেকাট্রনিক্সের সম্ভাবনা শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে অংশ নেন ইনস্টিটিউটের সপ্তম পর্বের শিক্ষার্থীরা।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটির মেকাট্রনিক্স বিভাগের সহযোগী অধ্যাপক রিজওয়ান-উস সালেহীন ও রুমানা তাসনিম।

এতে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটির মেকাট্রনিক্স বিভাগের প্রফেসর ও চিফ কোঅর্ডিনেটর ড. ইঞ্জিনিয়ার এ কে এম জয়নুল আবেদীন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুন্ধরা টেকনিক্যাল ইনস্টিটিউটের অধ্যক্ষ ড. কাজী মো. শওকত-উল ইসলাম।

আধুনিক প্রযুক্তিতে মেকাট্রনিক্সের ভূমিকা এবং শিক্ষার্থীদের মেকাট্রনিক্সের প্রতি উৎসাহিত করার জন্য সেমিনারটি অনুষ্ঠিত হয়। বসুন্ধরা টেকনিক্যাল ইনস্টিটিউট বিভিন্ন সময়ে শিক্ষার্থীদের জন্য এমন সেমিনারের আয়োজন করে থাকে।

বাংলাদেশ সময়: ১৪৫৭ ঘণ্টা, মার্চ ০৬, ২০২৪
এমআইএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।