ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

জাবির ছাত্র শিক্ষক কেন্দ্রের দায়িত্বে অধ্যাপক আহমেদ রেজা

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫২ ঘণ্টা, মে ৯, ২০২৩
জাবির ছাত্র শিক্ষক কেন্দ্রের দায়িত্বে অধ্যাপক আহমেদ রেজা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ইংরেজি বিভাগের অধ্যাপক আহমেদ রেজাকে  ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

একইসঙ্গে, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আশরাফুল হাবীবকে অতিরিক্ত পরিচালক হিসেবে নিয়োগ করা হয়েছে।

সোমবার (৮ মে)  বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (চুক্তিভিত্তিক) রহিমা কানিজের সই করা পৃথক দুটি অফিস আদেশে বিষয়টি জানানো হয়।

অফিস আদেশে রহিমা কানিজ বলেন, ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আলমগীর কবীরের নিয়োগের মেয়াদ তিন বছর পূর্ণ হয়েছে। পরে তার লিখিত অনুরোধের পরিপ্রেক্ষিতে তাকে উক্ত পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একইসঙ্গে ইংরেজি বিভাগের অধ্যাপক আহমেদ রেজাকে ছাত্র-শিক্ষক কেন্দ্রের নতুন পরিচালক নিয়োগ করা হয়েছে।

নতুন এই দুইজনকে যোগদানের তারিখ থেকে দুই বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়াও দায়িত্বে থাকাকালীন তারা বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়মে উক্ত পদের ভাতা ও সুযোগ-সুবিধা ভোগ করবেন বলে জানান রহিমা কানিজ।

বাংলাদেশ সময়: ১০৫১ ঘণ্টা, মে ০৯, ২০২৩।
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।