ঢাকা, বৃহস্পতিবার, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩০, ০১ জুন ২০২৩, ১২ জিলকদ ১৪৪৪

শিক্ষা

জাবিতে ছাত্র অধিকার পরিষদের সম্মেলন অনুষ্ঠিত

জাবি করেসপডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৬ ঘণ্টা, মার্চ ২৬, ২০২৩
জাবিতে ছাত্র অধিকার পরিষদের সম্মেলন অনুষ্ঠিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি): বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ জাবি শাখার বাৎসরিক সম্মেলন ২০২৩ ও ইফতার অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৬ মার্চ) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে সম্মেলন উদ্বোধন করেন কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামীন মোল্লা।

 

সহ-সভাপতি জাহাঙ্গীর হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক ফারুক হাসান। এসময় সংগঠনের প্রায় দুই শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।  

কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক জহির ফয়সাল বলেন, ধীরে ধীরে সংগঠনটি পাঁচ বছরে পদার্পন করেছে। কিন্তু প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করতে গেলে আমাদের ওপর হামলা করা হয়। দীর্ঘ ৫ বছর ধরে আমাদের ওপর যে হামলা জুলুম হয়েছে তাতে আমরা দমে যাইনি। আমরা ঐক্যবদ্ধভাবে জালিমদের প্রতিহত করতে চাই।

সম্মেলনে প্রধান আলোচকের বক্তব্যে কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদীব বলেন, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী। সেই ধারাবাহিকতায় কেন্দ্রীয়, ঢাবিসহ জাবির কমিটিও সম্মেলনের মাধ্যমে হয়েছে। ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখা ও নিরাপদ শিক্ষাঙ্গণের জন্য নিয়মিত ছাত্র সংসদ নির্বাচনের আয়োজন করতে হবে।

জাবি শাখার অর্থ সম্পাদক জিসান মাহমুদের সঞ্চালনায় এসময় আরও বক্তব্য রাখেন গণ অধিকারের যুগ্ম আহ্বায়ক জাকারিয়া পলাশ, ঢাকা জেলা গণ অধিকার পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট তৌফিক শাহরিয়ার, শাকিল উজ্জামান, জে আবেদিন, নাজমুস সাকিব, অ্যাডভোকেট শওকত হোসেন প্রমুখ।  

বাংলাদেশ সময়: ২৩১৫ ঘণ্টা, মার্চ ২৬, ২০২৩
এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Alexa