ঢাকা, রবিবার, ৩১ ভাদ্র ১৪৩১, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১১ রবিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শাবিপ্রবিতে সঞ্চালনের সভাপতি শাহরিয়ার, সম্পাদক মহসিন

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫১ ঘণ্টা, মার্চ ২৬, ২০২৩
শাবিপ্রবিতে সঞ্চালনের সভাপতি শাহরিয়ার, সম্পাদক মহসিন মো. শাহরিয়ার মাহমুদ ও মো. মহসিন হোসেন

শাবিপ্রবি (সিলেট): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) রক্তদান বিষয়ক স্বেচ্ছাসেবী সংগঠন সঞ্চালনের ১৫তম কার্যনির্বাহী কমিঠি গঠন করা হয়েছে।

কমিটিতে সভাপতি হিসেবে অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. শাহরিয়ার মাহমুদ এবং সাধারণ সম্পাদক হিসেবে পরিসংখ্যান বিভাগের একই বর্ষের শিক্ষার্থী মো. মহসিন হোসেনকে মনোনীত করা হয়েছে।

শনিবার (২৫ মার্চ) সন্ধ্যার দিকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-ডি এর ১০২২ নম্বর কক্ষে এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি বোরহান উদ্দিন, সহ-সভাপতি জুনায়েদ মিসবাহ, তাসনিম তাবাসসুম মমো, ঋত্বিকা সাহা, সহ-সাধারণ সম্পাদক রাহিমা পারভিন রুহি, সাংগঠনিক সম্পাদক মো. শাকিল, সহ-সাংগঠনিক সম্পাদক দিপঙ্কর রায়, কোষাধ্যক্ষ মো. নাদিমুল, সহ-কোষাধ্যক্ষ শাহরিয়ার তালুকদার সাইমন, অফিস সম্পাদক শাফিন হোসেন, সহ-অফিস সম্পাদক জসিম উদ্দিন, রক্ত বিষয়ক সম্পাদক আব্দুর বাসির জুয়েল, সহ-রক্ত বিষয়ক সম্পাদক জিন্নাতি সিদ্দীকা, মো. জুয়েল হোসেন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মৌরী দেবনাথ, সহ- প্রচার বিষয়ক সম্পাদক রিপন ইসলাম, সহ- প্রকাশনা বিষয়ক সম্পাদক অলকানন্দা দাস বর্ষা, মহিলা বিষয়ক সম্পাদক হাবিবা আক্তার লিনা, সহ-মহিলা বিষয়ক সম্পাদক নুপুর খানম, তাসমিয়া তাহসিন, সমাজসেবা বিষয়ক সম্পাদক ফারজানা আক্তার রিমি, সহ-সামাজিক উন্নয়ন বিষয়ক সম্পাদক অমিত সরকার, মো. ইসফাক আলী, তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. আরমান মিয়া, সহ-তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক হৃদয় চন্দ্র রায়।

এছাড়া কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন, তাজুল ইসলাম, ত্রিনা দে, মো. রাব্বি ইসলাম, সৌরভ নাথ, মো. জুনায়েদ হাসান ও মো. ইব্রাহিম আলী রাজু।

এর আগে একই কক্ষে সংগঠনটির উদ্যোগে ইফতার মাহফিল ও বার্ষিক সাধারণ সভার আয়োজন করা হয়। এ সময় সংগঠনটির উপদেষ্টা সহকারী অধ্যাপক রাজিক মিয়া,  সাবেক সভাপতি সুমন মিয়া, সাধারণ সম্পাদক ইমন সরকার, দীপ্ত রয়, বর্তমান সভাপতি আশরাফুল আলম আকাশ, সাধারণ সম্পাদক সারোয়ার ইমনসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০০৪৮ ঘণ্টা, মার্চ ২৬, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।