ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

নোবিপ্রবি’র কর্মকতা-কর্মচারীদের কর্মবিরতি শুরু

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪১ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১২

নোয়াখালী: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা রোববার দুপুর ১টা থেকে তিনদিনের জন্য ৭ দফা দাবিতে আধাবেলা কর্মবিরতি শুরু করেছেন।

এতে নেতৃত্ব দিচ্ছেন নোবিপ্রবি’র আবাসিক মেডিক্যাল অফিসার আরাফাত রহমান।



আরাফাত রহমান বাংলানিউজকে জানান, ৪ এপ্রিল ভিসির আর্শীবাদপুষ্ট বার্বুচি আবদুল্লাহ ও আলমগীর তার কক্ষে ঢুকে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ওই দিন ২ বাবুর্চির বিচারসহ ৭দফা দাবিতে কর্মকর্তা-কর্মচারীরা ভিসিসহ প্রশাসনিক ভবনে তালা লাগিয়ে অবস্থান কর্মসূচি পালন করে।

পরে ভিসি, রেজিস্ট্রার ও শিক্ষক নেতৃবৃন্দের দাবি মেনে নেওয়ার আশ্বাসে অবস্থান ধর্মঘট প্রত্যাহার করা হয়।

তিনি জানান, ৭ দফার মধ্যে ২দফা আংশিক মেনে নিলেও বাকি ৫টি মেনে না নিয়ে উল্টো বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের উপর অযাচিত হস্তক্ষেপ করে। এ কারণে দাবি আদায়ের জন্য কর্মকর্তা কর্মচারীরা রোববার থেকে তিনদিনের অর্ধ-দিবস কর্ম বিরতি শুরু করেছেন।

দাবিগুলো হলো, নিয়োগপ্রাপ্ত ৩৮ জন কর্মকর্তার পদোন্নতি, বিশেষ ইনক্রিমেন্ট, চাকর নিয়মিতকরণসহ ৭দফা।

তিনি আরও জানান, রোববার থেকে মঙ্গলবার দুপুর ১টা থেকে বিকেল পাচঁটা পর্যন্ত দাবি আদায়ের জন্য অবস্থান ধর্মঘট পালন করা হবে।

এ বিষয়ে নোবিপ্র’র ভিসি প্রফেসর একে এম সাঈদুল হক চৌধুরী বাংলানিউজকে জানান, কর্মবিরতির বিষয়ে আমি জানি না। কোথায় কর্মবিরতি হচ্ছে, তা আমি দেখিনি। অন্যান্য বিষয়ে প্রশ্ন করার আগেই তিনি ফোন রেখে দেন।

বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১২

প্রতিবেদন: মুহাম্মদ রহমত উল্যাহ; সম্পাদনা: রোকনুল ইসলাম কাফী, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।