ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

২১ ফেব্রুয়ারি বন্ধ থাকবে আমদানি-রফতানি বাণিজ্য

উপজেলা করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২২
২১ ফেব্রুয়ারি বন্ধ থাকবে আমদানি-রফতানি বাণিজ্য

বেনাপোল (যশোর): আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বেনাপোল-পেট্রোপোল বন্দরের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকবে। তবে এ পথে স্বাস্থ্যবিধি মেনে পাসপোর্ট যাত্রী যাতায়াত সচল থাকবে।

 

রোববার (২০ ফেব্রুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল সিএন্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের ব্যাংকবিষয়ক সম্পাদক হায়দার আলী।  

এসময় তিনি জানান, সোমবার (২১ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকায় বেনাপোল-পেট্রোপোল বন্দরের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকবে। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সকাল থেকে পুনরায় বেনাপোল-পেট্রোপোল বন্দরের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য সচল হবে।  

বাংলাদেশ সময়: ১০৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২২
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।