ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

শেষ দিনে মূল্যছাড়ের ধুম, অধিকাংশ স্টল খালি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৪ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২২
শেষ দিনে মূল্যছাড়ের ধুম, অধিকাংশ স্টল খালি

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের পূর্বাচলের আন্তর্জাতিক বাণিজ্য মেলার শেষ দিনে মেলায় প্রতিটি স্টলেই ছিল সর্বোচ্চ মূল্যছাড়। আর এ সুযোগে ক্রেতারা লুফে নিয়েছেন পণ্য, আর তাতেই অধিকাংশ স্টল খালি হয়ে গেছে।

সোমবার (৩১ জানুয়ারি) বিকেলের পর প্রতিটি স্টলেই এ চিত্র দেখা গেছে। এর আগে বিকেলের মধ্যে পুরো মেলা ক্রেতা ও দর্শনার্থী দিয়ে পূর্ণ হয়ে যায়।

মেলায় কেনাকাটা করতে আসা আফরোজা ইন্নি জানান, আমি তো আমার পরিবারের সঙ্গে এসেছিলাম কিছু ঘরের জিনিস সুলভ মূল্যে কিনতে। দামে অনেক ছাড় দেওয়ায় বিকেলের মধ্যেই ভালো পণ্য বিক্রি হয়ে গেছে।

মেলার আরএফএল স্টলের বিক্রেতা সাদ্দাম জানান, আমরা দুপুরের মধ্যেই ক্রেতাদের সাড়া পেয়েছি অনেক। এখন সন্ধ্যা দোকান প্রায় খালি। আমাদের পণ্যের চাহিদা এবং মানের কারণে এটা দ্রুত শেষ হয়েছে।

এরকম প্রতিটি দোকানেই সন্ধ্যায় দেখা গেছে অর্ধেকের বেশী খালি।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২২
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।