ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

রোববার সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২২ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২১
রোববার সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ সোনামসজিদ স্থলবন্দর

চাঁপাইনবাবগঞ্জ: আসন্ন ২৮ নভেম্বর শিবগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।  

শুক্রবার (২৬ নভেম্বর) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন সোনামসজিদ স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক আতাউর রহমান রাজু।

তিনি জানান, ২৫ নভেম্বর উপজেলা নির্বাচন কর্মকর্তা তাসিনুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে সোনামজিদ স্থলবন্দর শাহাবাজপুর ইউনিয়ন পরিষদের মধ্যে হওয়ায় নির্বাচনের স্বার্থে ২৮ নভেম্বর বন্দরের সব কার্যক্রম বন্ধের অনুরোধ জানানো হয়েছে।

সরকারি সিদ্ধান্ত মোতাবেক ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে আগামী ২৮ নভেম্বর বন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে এবং ২৯ নভেম্বর থেকে যথারীতি বন্দরের কার্যক্রম চালু হবে।

বাংলাদেশ সময়: ১১১৭ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।