ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

এসিআইয়ের আয়োজনে ‘গিয়ার আপ মিট’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৫ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২১
এসিআইয়ের আয়োজনে ‘গিয়ার আপ মিট’ ...

ঢাকা: এসিআই পাওয়ার টিলার উৎসবমুখর পরিবেশে আয়োজন করেছে ডিলারদের মিলনমেলা ‘গিয়ার আপ মিট ২০২১’।

সোমবার (১৮ অক্টোবর) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে সারাদেশ থেকে পাওয়ার টিলার ও ডিজেল ইঞ্জিন ডিলাররা এই গিয়ার আপ মিটে অংশ নেন।

প্রধান অতিথি হিসেবে এসিআই মটরসের এক্সিকিউটিভ ডিরেক্টর সুব্রত রঞ্জন দাস এই অনুষ্ঠানে অংশ নিয়ে ডিলারদের উদ্দেশ্যে তাঁদের ব্যবসায় সম্প্রসারণের কর্মপরিকল্পনা দেন।

এছাড়াও এসিআই মটরসের ডিরেক্টর সেলস আজম আলী ডিলারদের উদ্দেশ্যে আসন্ন মৌসুমে ব্যবসায় প্রবৃদ্ধির অর্জনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেন এবং পাওয়ার টিলার মার্কেটিং টিম থেকে বিভিন্ন ব্যবসায়িক গাইডলাইন দেওয়া হয়।

এছাড়াও ২০২০-২১ অর্থ বছরের সেরা ছয় জন ব্যবসায়িক সাফল্য অর্জনকারী ডিলারকে বিভিন্ন ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড দেওয়ার মাধ্যমে পুরস্কৃত করা হয়। এসিআই পাওয়ার টিলার ও ডিজেল ইঞ্জিন ডিলাররাও তাদের ব্যবসায়িক অভিজ্ঞতা ও ভবিষ্যৎ পরিকল্পনা শেয়ার করেন।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২১
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।