ঢাকা, শুক্রবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ মে ২০২৫, ২৫ জিলকদ ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আগস্টে রেমিটেন্স ১ হাজার ৯৬৩ মিলিয়ন ডলার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০৩, সেপ্টেম্বর ২, ২০২০
আগস্টে রেমিটেন্স ১ হাজার ৯৬৩ মিলিয়ন ডলার প্রতীকী ছবি

ঢাকা: করোনা মহামারীর মধ্যেও প্রবাসীরা চলতি বছরের আগস্ট মাসে আগের বছরের একই সময়ের চেয়ে ৫১৯ দশমিক ১৮ মিলিয়ন ডলার বেশি রেমিটেন্স দেশে পাঠিয়েছেন।  

চলতি অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই-আগস্ট) প্রবাসীরা পাঠিয়েছেন ৪ হাজার ৫৬৩ দশমিক ৪৮ মিলিয়ন ডলারের রেমিটেন্স।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে দেখা গেছে, আগস্ট মাসে প্রবাসীরা ১ হাজার ৯৬৩ দশমিক ৯৩ মিলিয়ন ডলারের রেমিটেন্স দেশে পাঠিয়েছেন। যা আগের বছরের একই সময়ের চেয়ে ৫১৯ দশমিক ১৮ মিলিয়ন ডলার বেশি। ২০১৯ সালের আগস্টে প্রবাসীরা দেশে পাঠিয়েছিলেন ১ হাজার ৪৪৪ দশমিক ৭৫ মিলিয়ন ডলারের রেমিটেন্স।

কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে দেখা গেছে, চলতি অর্থবছরের জুলাই মাসের তুলনায় আগস্ট মাসে রেমিটেন্স কমেছে ৬৩৫ দশমিক ৬২ মিলিয়ন ডলার। জুলাই মাসে প্রবাসীরা ২ হাজার ৫৯৯ দশমিক ৫৫ মিলিয়ন ডলারের রেমিটেন্স পাঠিয়েছেন।

আবার আগের অর্থবছরের একই সময়ের হিসাবে রেমিটেন্স বেড়েছে ১ হাজার ৫২১ দশমিক শূন্য ৪ মিলিয়ন ডলার।  

২০১৯-২০ অর্থবছরের প্রথম দুইমাসে (জুলাই-আগস্ট) প্রবাসীরা ৩ হাজার ৪২ দশমিক ৪৪ মিলিয়ন ডলারের রেমিটেন্স পাঠিয়েছেন।

সংশ্লিষ্টরা বলছেন, বৈধ পথে রেমিটেন্স বাড়ায় সরকার ২ শতাংশ প্রণোদনা দিচ্ছে। একই সঙ্গে করোনা মহামারীর কারণে প্রবাসে থাকা শ্রমিকরা নিজেদের কাছে কোনো অর্থ না রেখে দেশে পাঠিয়ে দিচ্ছেন। এসব কারণে গত কয়েক মাস ধরেই রেমিটেন্সের প্রবৃদ্ধি অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ১২৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০২০
এসই/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।