ঢাকা, শনিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ওভারডিউ থাকলেও মিলবে রপ্তানি উন্নয়ন তহবিলের ঋণ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:৪১, আগস্ট ২৮, ২০২০
ওভারডিউ থাকলেও মিলবে রপ্তানি উন্নয়ন তহবিলের ঋণ

ঢাকা: এখন থেকে দুই বছরেও রপ্তানিমূল্যের প্রত্যাবাসন না হলেও রপ্তানি উন্নয়ন তহবিল (ইডিএফ) থেকে ঋণ সুবিধা পাবেন রপ্তানিকারকরা। এতদিন ওভারডিউ থাকলে ইডিএফ থেকে ঋণ সুবিধা দেয়া হতো না।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে বৈদেশিক মূদ্রা লেনদনে নিয়োজিত সকল ডিলার ব্যাংকের কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এতে বলা হয়েছে, দুই বছর পর্যন্ত ওভারডিউ থাকলে ঋণ সুবিধা দেয়ার নির্দেশনা বহাল থাকবে ২০২১ সালের মার্চ পর্যন্ত।

এর আগে চলতি বছরের ২৩ জুলাই এক প্রজ্ঞাপনে করোনায় ক্ষতিগ্রস্ত রফতানিকারকদের জন্য ঘোষিত নীতি সহায়তার মেয়াদ আগামী বছরের মার্চ পর্যন্ত বৃদ্ধি করেছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ সময়: ০২৪১ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২০
এসই/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।